তিন জেলায় ৭৭০ কোটি টাকা ব্যয়ে ১৩৬টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে: অর্থমন্ত্রী

0

ঢাকা অফিস: দেশের তিন জেলায় ৭৭০ কোটি টাকা ব্যয়ে ১৩৬টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুস্তফা কামাল জানান, চট্টগ্রাম, পটুয়াখালী ও পিরোজপুরে ১৩৬টি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৭৭০ কোটি টাকা। তিনি বলেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ প্রকল্পের আওতায় পিরোজপুরে ৫০টি সাইক্লোন শেল্টার তৈরিতে ব্যয় হবে ৩১৯ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৯৫০ টাকা। অন্য একটি প্যাকেজে চট্টগ্রামে ২৫টি সাইক্লোন শেল্টার তৈরিতে ব্যয় হবে ১০৩ কোটি ৭৫ লাখ ১ হাজার ১৭৮ টাকা এবং আইডিএ-এর অর্থায়নে চট্টগ্রামে আরও ২৫টি সাইক্লোন শেল্টার নির্মাণে ব্যয় হবে ১০৭ কোটি ৫ লাখ ১৪ হাজার ২৬০ টাকা। এ ছাড়া পটুয়াখালীতে ৩৬টি সাইক্লোন শেল্টার ও তৎসংলগ্ন সংযোগ সড়ক নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৪০ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৪৯৪ টাকা। অর্থমন্ত্রী জানান, এ ছাড়াও সভায় ১৩৯ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৫৩৪ টাকা ব্যয়ে বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন) বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় ফেরি নির্মাণ ও সরবরাহ কাজের দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকা ব্যয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর খুলনা ও বরিশাল বিভাগ)’ প্রকল্পের একটি প্যাকেজের আওতায় কন্ডাক্টর, এসিএসআর ও বেয়ার ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

Share.