তিন টুকরো হয়েছে সামবমেরিনটি- সবাই শেষ, জানাল ইন্দোনেশিয়া

0

ডেস্ক রিপোর্ট:  ইন্দোনেশিয়ার হারিয়ে যাওয়া সাবমেরিন কেআরআই নাংগালা-৪২০ তিন টুকরো হয়ে পড়ে রয়েছে সমুদ্রপৃষ্ঠে। দেশটির সামরিক বাহিনী সাবমেরিনটির সমুদ্রপৃষ্ঠে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে।সাবমেরিটিতে থাকা ৫৩ জন ক্রু’কে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়েছে। রোববার বিবৃতি দিয়ে এসব তথ্য জানায় ইন্দোনেশিয়া।উদ্ধারকারীরা সাবমেরিনটির আরও অনেক জিনিসপত্র খুঁজে পেয়েছেন যার মধ্যে একটি লাইফ জ্যাকেটও রয়েছে। যা ওই সাবমেরিনটিতে ছিল।সিঙ্গাপুরের পাঠানো পানির তলের সমুদ্রযান দিয়ে সাবমেরিনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। এরপর ইন্দোনেশীয় কর্তৃপক্ষ সাবমেরিনটির ৫৩ ক্রুকে মৃত বলে ঘোষণা করে জানায়, সমুদ্রপৃষ্ঠে তিন টুকরো হয়ে পড়ে থাকতে দেখা গেছে কেআরআই নাংগালাকে।নৌবাহিনীর প্রধান মারগোনো বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি সাবমেরিন নাংগালা পানির চাপে ভেঙে তিন টুকরো হয়ে সমুদ্রপৃষ্ঠে পড়ে রয়েছে।সামরিক বাহিনীর প্রধান মার্শাল হাদি তেজাহজান্তো সাংবাদিকেদের জানান, উদ্ধার করা বিভিন্ন অংশ এবং নাংগালার করুণ অবস্থা দেখে এটা পরিষ্কার যে, আমরা ৫৩টি তরতাজা প্রাণ হারিয়েছি।বুধবার টর্পেডো মহড়ায় অংশ নিয়ে বুধবার নিখোঁজ হয় কেআরআই নাঙ্গগালা-৪০২ নামের ওই সাবমেরিনটি। সাবমেরিনটিতে ৭২ ঘণ্টার অক্সিজেন ছিল। তিনদিনের বেশি সময় পার হয়ে গেলেও সাবমেরিনটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

Share.