তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ

0

স্পোর্টস রিপোর্ট: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হারের এই বৃত্ত থেকে টি-টোয়েন্টিতেও বের হতে পারেনি সফরকারীরা। সুরইয়া কুমার ইয়াদবের তোলা ঝড়ে পাওয়া ভারতের সংগ্রহ টপকাতে পারেনি ক্যারিবীয়ানরা। কলকাতার ইডেন গার্ডেনে হওয়া ম্যাচটিতে ১৭ রানে জিতেছে ভারত। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান ঋতুরাজ গায়কোয়াড। ৩১ বলে ৩৪ রান করেন আরেক ওপেনার ঈশান কিষাণ। শ্রেয়ার্স আয়ার ১৬ বলে ২৫ রান করলেও ইনিংস লম্বা করতে পারেননি রোহিত শর্মা। তবে ভারতকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সুরইয়া কুমার ইয়াদব ও ভেঙ্কাটেশ আয়ার। ১ চার ও ৭ ছক্কায় ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন সুরইয়া, ১৯ বলে ৩৫ রান আসে আয়ারের ব্যাট থেকে।ভারতকে জবাব দিতে নেমে এক নিকোলাস পুরান ছাড়া কেউই সেভাবে ব্যাট চালাতে পারেননি। ৮ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৬১ রান আসে পুরানের ব্যাট থেকে। ২১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে রোমারিও সেইফহার্ডের ব্যাটে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়ানরা। ভারতের পক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন হার্শাল প্যাটেল। ২ উইকেট করে নেন শার্দুল ঠাকুর, ভেঙ্কাটেশ আয়ার ও দ্বীপক চাহার।

 

Share.