তুরস্কের বিমান হামলায় তিন সিরীয় সেনা নিহত ও ছয়জন আহত

0

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার আলেপ্পোর গ্রামাঞ্চলে সামরিক পোস্টে তুর্কি বিমান হামলায় তিন সিরীয় সেনা নিহত ও ছয়জন আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার সরকারি বাহিনীর কয়েকটি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ১৭ যোদ্ধা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সিরিয়ার সরকারি বাহিনী নাকি কুর্দি বাহিনীর যোদ্ধা, তা সুনির্দিষ্ট করে বলেনি সংস্থাটি। কুর্দি-নিয়ন্ত্রিত কোবান শহরের কাছে হামলাগুলো চালানো হয়। এই অঞ্চলটিতে তুর্কি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এক বিবৃতিতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে এক সেনা নিহত হয়েছেন। সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার পাল্টা হামলায় ১৩ সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। অঞ্চলটিতে অভিযান অব্যাহত রয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি ও সংবাদ সংস্থা জানায়, তুরস্কের যুদ্ধবিমানগুলো স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিট থেকে ৩টা পর্যন্ত পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে। সিরিয়ার সশস্ত্র বাহিনী হামলার জবাব দিয়েছে। তুর্কি কিছু সামরিক স্থাপনায় বস্তুগত ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ব্যাপারে তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ২০১৬ সাল থেকে তুরস্ক উত্তর সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক অভিযান চালিয়েছে এবং শত শত কিলোমিটার ভূমি দখল করেছে। মূলত সন্ত্রাসী সংগঠন কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে লক্ষ্য করে এ ধরনের সামরিক অভিযান পরিচালনা করে তুরস্ক। গত ১৯ জুলাই থেকে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে তুরস্কের বাহিনী। সিরিয়ার যুদ্ধে দেশটি বিরোধী পক্ষকেও সমর্থন দিচ্ছে। দামেস্ক আঙ্কারাকে সিরিয়ায় ‘সন্ত্রাসী’ গোষ্ঠীকে সমর্থন করার অভিযোগ করেছে।

Share.