তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃত্যু ৭ হাজার ৮০০ জন

0

ডেস্ক রিপোর্ট: তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সোমবার ভোরে গাজিয়ানটেপের কাছে প্রথম ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক ঘন্টা পরে ৭ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর সিরিয়ায় উদ্ধারকারীরা মরিয়া হয়ে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের হিমশীতল রাতে অনুসন্ধানের চেষ্টা চলে। ধসে পড়া ভবনে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের স্বজনরাও উদ্ধার প্রচেষ্টায় যোগ দিয়েছেন। কিছু ক্ষুব্ধ পরিবার বলেছে, কিছু এলাকায় উদ্ধারকারী পরিষেবা সাড়া দিতে খুব বেশি সময় নিয়েছে। সোমবার ভোরে সিরিয়া সীমান্তের কাছে গাজিয়েনটেপ শহরের কাছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দফা আফটার শক হয়েছে।

Share.