তেঁতুলিয়া থেকে শৈত্যপ্রবাহের শুরু

0

ঢাকা অফিস: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে রোদ ঝলমল দিন আর গুড়ি গুড়ি বৃষ্টির পরে আবারও বেড়েছে শীতের তীব্রতা। গত ৩ দিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আজ তা হ্রাস পেয়েছে। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়া থেকেই শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আস্তে আস্তে সারাদেশে ছড়িয়ে পড়বে। গত কয়েকদিন সূর্যের আলো রোদে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও রবিবার থেকে আবার জাপটে ধরেছে হাড়কাঁপুনে শীত । কুয়াশার সাথে ঠাণ্ডা বাতাস বইছে এই জেলায়। নিম্ন আয়ের মানুষ আবারও বিপাকে পড়েছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন।

Share.