ঢাকা অফিস: সীতাকুণ্ডে ত্রাণের দাবীতে ভাটিয়ারী এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেছে অস্থায়ী এলাকাবাসী । এতে করে মহাসড়কে যানচলাচল আধঘন্টা বন্ধ হয়ে থাকে। শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেরার ভাটিয়ারী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড এলাকার অস্থায়ী পরিবারগুলো ও স্থানীয় কিছু জেলে ত্রাণের দাবীতে মহাসড়ক অবরোধ করে । এতে মহাসড়কে বিভিন্ন যান চলাচল বন্ধ হয়ে গেলে খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন। পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ভাটিয়ারী ইউনিয়নের হাছনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকা প্রায় অন্তত ৬৫/ টি পরিবার ত্রাণ পায়নি। সেকারণে তারা সবাই মিলে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। অবরোধকারী হাছনাবাদ গ্রামের একব্যক্তি বলেন আমরা কোন প্রকার সাহায্য বা ত্রান পাইনি। তাই আমরা সড়কে উঠতে হয়েছে। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, এ ওয়ার্ডে ১৩ হাজার মানুষ বসবাস করছে। আমরা উপজেলা নিবার্হী অফিসারের উপস্থিতিতে এখানে ত্রান দিয়েছি । এখানের সবাই ত্রান পেয়েছে। আর যেসকল অস্থায়ী পরিবার রয়েছে তাদেরকেও আমরা পর্যায়ক্রমে ত্রান দেয়া দিব। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, আমি নিজে দাড়িয়ে ঐ এলাকায় ত্রান বিতরণ করছি। আমরা চেষ্টা করছি আরো যারা বাকি আছে, তাদেরকেও ত্রাণ পৌছাঁনো হবে। তবে তারা কেন সড়কে উঠেছে তারও তদন্ত চলছে।
ত্রাণের দাবিতে মহাসড়কে অবরোধ
0
Share.