বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

থ্রিলারে দৃষ্টিহীন সোনম

0

বিনোদন ডেস্ক: কোরিয়ান ছবির রিমেকের জনপ্রিয়তা বলিউডে এখন বেশ তুঙ্গে। ২০১১ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবির হিন্দি রিমেকে দেখা যাবে সোনম কাপুরকে। ছবিতে সোনমের চরিত্রটি হবে একজন দৃষ্টি প্রতিবন্ধীর। সুজয় ঘোষ ছবিটির ক্রিয়েটিভ প্রোডিউসর। পরিচালনা থাকবেন সোম মাখিজা। বলা হচ্ছে, এটি একটি নারীকেন্দ্রিক গল্প। অ্যাকশন ও হরর ছবিতে‌ সোনম এখন পর্যন্ত কাজ করেননি। সুজয়ের চোখে এই চরিত্রের জন্য উপযুক্ত সোনম। প্রসঙ্গত বলা চলে, সুজয় পরিচালিত স্প্যানিশ থ্রিলার ‘দি ইনভিজ়িবল গেস্ট’ ছবির হিন্দি রিমেক ‘বদলা’ বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল। ছবিতে প্রশংসিত হয়েছে অমিতাভ বচ্চনের অভিনয়। তাই কোরিয়ান থ্রিলারে সুজয়ের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। দুলকার সালমানের সঙ্গে সোনমের ছবি ‘দ্য জোয়া ফ্যাক্টর’ একেবারেই চলেনি বক্সঅফিসে। অন্য ধরনের চরিত্রে তিনি কতটা ফুটে উঠবেন, সেটাই এখন দেখার বিষয়।

Share.