দক্ষিণ কোরিয়ায় যেভাবে ভোট গ্রহন চলছে

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস মহামারির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় জাতীয় নির্বাচনের অগ্রিম ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণের মূল পর্ব অনুষ্ঠিত হবে এ সপ্তাহের শেষের দিকে। তবে করোনা সংক্রমণ রোধে দুই দিনব্যাপি অগ্রিম ভোটগ্রহণ শুরু হয়েছে শুক্রবার থেকে। এতে ভোট দিচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। তাদের জন্য স্থাপন করা হয়েছে আলাদা কেন্দ্র। দেশটির জাতীয় নির্বাচন কমিশন (এনইসি) তিন হাজারের বেশি চিকিৎসাধীন করোনা রোগীর জন্য আটটি বিশেষ ভোটকেন্দ্র স্থাপন করেছে। রাজধানী সিউল ও দায়েগু শহরসহ ভাইরাসটির প্রাদুর্ভাব যেসব অঞ্চলে বেশি, সেগুলোয় ৯০০ স্বাস্থ্যকর্মীসহ স্থাপন করা হয়েছে চিকিৎসাকেন্দ্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্ড়। মূল নির্বাচনটি আগামী ১৫ই এপ্রিল অনুষ্ঠিত হবে।তবে করোনা সংক্রমণ রোধে অগ্রিম ভোটদানের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। প্রত্যাশা করা হচ্ছে, মূল নির্বাচনের দিন ভীড় এড়াতে এই অগ্রিম ভোটদানের সুযোগ ব্যবহার করবে ভোটাররা। শুক্রবার থেকে দুই দিনব্যাপি এই অগ্রিম ভোটদান শুরু হয়েছে। এজন্য দেশজুড়ে স্থাপন করা হয়েছে সাড়ে তিন হাজার ভোটকেন্দ্র।
বৃহস্পতিবার ভোটকেন্দ্রগুলোয় জীবানুনাশক ছিটানো হয়েছে। ভোটারদের অবশ্যই মাস্ক ও গ্লভস পরে এবং স্যানিটাইজার ব্যবহার করে কেন্দ্রে যেতে বলা হয়েছে। কর্মকর্তারা কেন্দ্রের সামনে তাপমাত্রা মাপার ব্যবস্থা রেখেছেন। কারো শরীরের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৯.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি হলে তাদের বিশেষ কেন্দ্রে পাঠানো হবে। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবন ব্লু হাউজের নিকটস্থ এক কেন্দ্রে ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১১৭ জন। ভাইরাসটি মোকাবিলায় দেশটির পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। নিশ্চিত আক্রান্ত হননি কিন্তু কোয়ারেন্টিনে আছেন এমন দক্ষিণ কোরীয়র সংখ্যা প্রায় ৪৬ হাজার ৫০০ জন। এদের ভোট দিতে দেয়া হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ১৫ই এপ্রিল ভোটগ্রহণের মূল পর্ব শেষে, সন্ধ্যা ৬টার পর তাদের ভোট দেয়ার সুযোগ দেয়া হতে পারে।

Share.