রবিবার, জানুয়ারী ২৬

দাম কমেছে পেঁয়াজের

0
ঢাকা অফিস:  কোরবানি ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে।শনিবার (১২ জুন) আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে হিলি বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা। এতে খুশি পাইকাররা।এদিকে, আমদানি বাড়লে দাম আরও কমে আসবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, আইপি অনুমোদন পাবার পর সম্প্রতি ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাচ্ছে। চাহিদার তুলনায় আমদানি বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।তারা জানায়, দাম ৫ থেকে ৬ টাকা কমে ২৭ থেকে ২৮ টাকা প্রতি কেজি পেঁয়াজের কেজি দরে বিক্রি হচ্ছে।ঈদের আগে পেঁয়াজের দাম আরও কমে আসবে বলেও জানায় ব্যবসায়ীরা।  হিলি কাস্টমসের তথ্য মতে, গেল সপ্তাহে ১১৩ ট্রাকে ৩ হাজার ৬৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। তবে চলতি সপ্তাহের শুরুতে শনিবার হিলিবন্দর দিয়ে ১৫ ট্রাকে ৪১৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 
Share.