দিনাজপুরে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে জুয়ার আসর, ৬ জুয়াড়ি আটক

0

বাংলাদেশ থেকে দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গভীর রাতে একটি স্বাস্থ্যকেন্দ্রের ছাদে জুয়ার আসর বসিয়েছিলেন একদল জুয়াড়ি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাত পৌনে ১টায় উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের খানপুর বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত ছাদে জুয়ার আসর থেকে ওই জুয়াড়িদের আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হলেন- উপজেলার খানপুর গ্রামের আবুল কাশেম (৩৯), আকতার আলী (৩২), খোশালপুর গ্রামের মাফিজুল ইসলাম (৪৮), নয়ানী খোশালপুর গ্রামের মুক্তার মুরমু (২২), সুন্দলপুর গ্রামের রতন মিয়া (৩০) ও ঝগড়ুপাড়া গ্রামের রাজু আক্তার (২৬)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিরামপুরের খানপুর বাজারে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত ছাদে রাতের বেলা জুয়ার আসর চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আমার নেতৃত্বে থানার এসআই এরশাদ মিয়া, নূর আলম সিদ্দিক ও এএসআই সামছুল আলমসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ওই স্বাস্থ্যকেন্দ্রের ছাদে টাকা দিয়ে জুয়ার খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে নগদ ২৪ হাজার পঁচাত্তর টাকা, একটি প্লাস্টিকের ত্রিপল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় আটক ছয় জুয়াড়ির বিরুদ্ধে বিরামপুর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.