শুক্রবার, ডিসেম্বর ২৭

দুই নবাগত নায়িকাকে নিয়ে রোশানের মিশন শুরু

0

বিনোদন ডেস্ক: সর্বশেষ চিত্রনায়ক নিরবকে নিয়ে ‘আব্বাস’ নির্মাণ করে প্রশংসিত হন নির্মাতা সাইফ চন্দন। পুরান ঢাকার গল্পে এটি তৈরি করেছিলেন। এবার একই এলাকার নতুন কাহিনি নিয়ে হাজির হচ্ছেন এই নির্মাতা। ছবির নাম ‘ওস্তাদ’। আর এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন চিত্রনায়ক রোশান। সঙ্গে আছেন নবাগতা দুই নায়িকা অনিন্দিতা মিমি ও উষ্ণ হক। আজ (২৭ নভেম্বর) থেকে ‘ওস্তাদ’-এর শুটিং শুরু হচ্ছে। টানা ১১ দিন এর দৃশ্যধারণ চলবে।  বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ চন্দন। তিনি বলেন, ‘পুরান ঢাকার সূত্রাপুরের গ্যাং এবং ওই এলাকার ওস্তাদি নিয়ে ছবির গল্প। এরমধ্যে আঞ্চলিক অনেক মজার বিষয়ও থাকছে।’ ‘ওস্তাদ’-এর গল্প জসিম উদ্দিনের, সংলাপ ফেরারি ফরহাদের এবং চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা সাইফ চন্দন নিজেই। অভিনয়শিল্পী প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, ‘রোশান বর্তমান সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল নায়ক। আর আমি নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে প্রথমে পরিকল্পনা ছিল আলাদা। পরে নতুনদের নিয়ে এটি শুরু করলাম।’ এদিকে রোশান এখন বেশ ব্যস্ত। ডিসেম্বরের ১২ তারিখ থেকে দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দর’-এ অভিনয় করবেন তিনি। এর আগে শেষ করেছেন অনন্য মামুনের সিনেমা ‘মেককাপ’। হাতে আছে অপূর্ব রানার ‘উন্মাদ’ ছবি।

Share.