দুই পক্ষের লড়াইয়ে ইয়েমেনের মারিব প্রদেশে ২৫ হুতি যোদ্ধা নিহত

0

ডেস্ক রিপোর্ট : ইয়েমেনে মারিব প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর সঙ্গে হুতিদের তীব্র লড়াই চলছে, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো সেখানে, রাজধানী সানা ও অন্যান্য এলাকায় ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। দুই পক্ষের লড়াইয়ে মারিবে ২৫ হুতি যোদ্ধা নিহত হওয়ার পর সোমবার তাদের দাফন করা হয়েছে বলে খবর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ থামাতে ব্যাপক আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও সাত বছর ধরে চলা এ লড়াই কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জোট বাহিনী বিমান হামলা বাড়ানোর জবাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা জোরদার করেছে ইরান সমর্থিত হুতিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া টুইটারে জানিয়েছেন, জোট বাহিনীর হামলার জবাবে তারা সৌদি আরবে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জোট বাহিনী মারিবে হুতি অবস্থানগুলোতে ৪৭টি বিমান হামলা চালিয়েছে। রাজধানী সানায় মারিবের যুদ্ধে নিহত সেনাদের গার্ড অব অনার দিয়েছে হুতিরা। কফিনগুলো পতাকা, ফুল ও নিহতদের ছবিতে সাজানো ছিল, সঙ্গে ছিল সামরিক সঙ্গীত। নিহতদের প্রতি শোক জানাতে তাদের স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।

Share.