দুই সপ্তাহেই এক লাখের প্রাণ কেড়েছে করোনা, মোট দুই লাখ ৭ হাজার

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দুই লাখ ছয় হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের। সবশেষ দুই সপ্তাহেই মৃত্যু হয়েছে এক লাখ মানুষের।  ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট ২৯ লাখ ৯৩ হাজার ২৬২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৮ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। প্রাদুর্ভাব শুরুর পর এপ্রিলের প্রথম ২৫ দিনেই মৃত্যু হয়েছে দেড় লাখের বেশি মানুষের। মহামারিটি ছড়িয়ে পড়ার পর গত ২ এপ্রিল প্রথমবারের মতো একদিনে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আর ১০ এপ্রিল সেই সংখ্যাটা দ্বিগুণ হয়। অর্থাৎ এদিন ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। গত বছরের শেষ সপ্তাহে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়। এরপর চলতি বছরের ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। শুরুর দিকে মৃত্যু ঘটনা খুব বেশি ছিল না। মার্চ মাসে প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ এক হাজার মানুষের মৃত্যু হলেও এখন তা দৈনিক গড়ে সাত হাজারের বেশি। এদিকে প্রথম মৃত্যু থেকে পরবর্তী ৮২ দিনে ৫০ হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু পরবর্তী মাত্র ৮ দিনেই ৫০ হাজার মানুষের মৃত্যু। এরপর ৫০ হাজার মানুষের মৃত্যু হতে লাগে মাত্র তিনদিন। আর এরপরের ৫০ হাজার মানুষের মৃত্যু হয় সাতদিনে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫৫ হাজার ৪১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ১১০০ জনের। সবমিলিয়ে দেশটি আক্রান্ত হয়েছে ৯ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে প্রায় দুই লাখ আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৪৪ জনের। এরপরই রয়েছে স্পেনের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ২৩ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ সাড়ে ২৬ হাজার মানুষ। এছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ২০ ছাড়িয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত এক লাখ ৬২ হাজারের বেশি আক্রান্ত রোগীর বিপরীতে মৃত্যু হয়েছে ২২ হাজার ৮৫৬ জনের। আর যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৩২ জনের। যেখানে দেশটিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি। অন্যদিকে ইউরোপের আরেক দেশ জার্মানিতে আক্রান্তের সংখ্যা দেড় লাখের বেশি হলেও সেখানে মৃত্যুর হার তুলনামূলক কম। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে পাঁচ হাজার ৭১০ জন ও চীনে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।

Share.