দুর্দান্ত জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

0

স্পোর্টস ডেস্ক: লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। কাদিসের বিপক্ষে দুর্দান্ত জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল জিনেদিন জিদানের দল।গতকাল বুধবার কাদিসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জোড়া গোল করেছেন ছন্দে থাকা করিম বেনজেমা। অন্যটি এসেছে আলভারো ওদ্রিওসোলার পা থেকে।এর আগে প্রথম দেখায় রিয়ালকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল কাদিস। এবার কাদিসের মাঠেই তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।ইউরোপীয় সুপার লিগ নিয়ে চলমান বিতর্কিত ক্লাবগুলোর মধ্যে অন্যতম রিয়াল। ক্লাবটির সভাপতি পেরেজই সুপার লিগ নিয়ে জল ঘোলা করেছেন। এর মধ্যেই কাদিসের মাঠে খেলতে যায় রিয়াল। ম্যাচের আগে কাদিসের সমর্থকেরাও স্টেডিয়ামের বাইরে সুপার লিগ নিয়ে প্রতিবাদ জানায়।এমন অবস্থার মধ্যে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই তিনবার কাদিসের জালে বল পাঠায় রিয়াল। ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোলটি আসে বেনজেমার পা থেকে। সফল স্পট কিকে থেকে দলকে এগিয়ে নেন তিনি।তিন মিনিট বাদে ফের জালের দেখা পায় রিয়াল। হেডে লা লিগায় নিজের প্রথম গোল করেন ওদ্রিওসোলা। এরপর ৪০ মিনিটে আরেকটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ফরাসি তারকা করিম বেনজেমা। আসরে এই নিয়ে ২১ গোল করে গোলদাতাদের তালিকায় দুইয়ে উঠলেন ফরাসি তারকা। ২৩ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি।চলতি লিগে ৩২ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। ৬৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বার্সেলোনা।

Share.