দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছে পূরণে সকল সহযোগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি

0

গাজী আফরুজা বীথি: গ্রীণ ডিসেবলড ফাউন্ডেশনের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একটা কাজ করবো অনেকদিন থেকেই ভাবছি তাদের সাথে আমার পরিচয় খুব বেশিদিন না। ২০২২সালের ৯ ফেব্রুয়ারির বিকেল বেলা আমার গুরুজী হিমাংশু বিশ্বাস স্যার এর সাথে ওখানে প্রথম গিয়েছিলাম। তাদের প্রতিভা দেখে সেদিন থেকেই আমি মুগ্ধ এবং জানলাম প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে সহায়তা করে আসছে গ্রীন ডিজেবল ফাউন্ডেশন। বিভিন্ন অনুদানের মাধ্যমে চলছে প্রতিষ্ঠানটি। আমি আমার ছোট ভাই এরশাদ গাজী’র সাথে বিষয়টি শেয়ার করলাম। সেই ভাবনা থেকেই তাদেরকে সাথে নিয়ে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চাই, আপনারাও তাদের পাশে এসে দাড়ান, তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেন। কারণ প্রতিটি শিশুরই রয়েছে সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। আমাদের সকলের সামান্য প্রচেষ্টা ও সহযোগিতাই পারে তাদের জীবনকে বদলে দিতে । আমি চেষ্টা করেছি তাদের একটি দিনকে বিশেষ একটি দিনে রূপান্তর করে স্মরণীয় করে রাখতে। তাদের নিয়ে এমন একটি কাজ করতে পেরে সত্যিই আমাদের সকলের অনেক ভালো লেগেছে।

শহীদ মাহমুদ জঙ্গি ভাইয়ের কথা ও পিলু খান ভাইয়ের সুরে রেনেসাঁ ব্যান্ডের কালজয়ী ‘আজ যে শিশু’ গানটির সাথে কবি সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী ‘ছাড়পত্র’ কবিতার সমন্বয় করে আমরা একটি মিউজিক ভিডিও করেছি। গানটিতে আমার সাথে কন্ঠ দিয়েছে, গ্রীণ ডিসেবলড ফাউন্ডেশন জিডিএফ এর দুজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী সমীরঞ্জন বিশ্বাস ও তাহমিনা আক্তার মৌমি এবং আবৃত্তিটিতে কন্ঠ দিয়েছেন আমার সহকর্মী সাজ্জাদুজ্জামান চৌধুরী সোহেল স্যার। তাছাড়াও এই মিউজিক ভিডিওতে জিডিএফ এর একদল শিক্ষার্থী- তোফায়েল,খাদিজা, রেশমা, অহনা, জুঁই ও আফসানার সাথে অংশগ্রহণ করেছে একদল ক্ষুদে শিল্পী-সাররিনাহ,সাকি,আদিয়ান,মনিরা,ফারিহা,নুমান, নাদিয়া,শাম্মী,মিলন,সুমি ওশারমিন। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মো: বায়েজিদ খান ভাই, ব্যবস্থাপক স্বপন মাহমুদ ভাই (জিডিএফ), সদস্য লিলি আক্তার আপা (জিডিএফ), অভিভাবক সিলন বেগম আপা (জিডিএফ) ও অভিভাবক নাজমা আক্তার আপা ও জিডিএফের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি।আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, ধোপাদীঘির পাড়, সিলেট ও জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক, আলমপুর, সিলেট এর কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি। মিউজিক ভিডিওটির মিউজিক,মিক্সিং ও মাস্টারিং করেছেন, গাজী কামরুল ভাই। সবসময়ের মত এবারও আমার মিউজিক ভিডিওতে ভিডিওগ্রাফি করেছে ছোট ভাই আহমেদ রাজন।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাইবোনের প্রতি যারা বরাবরের মত আমাকে সাপোর্ট করে আসছে। সকলের সহযোগিতায় অবশেষে কাজটি সম্পন্ন হলো। আগামী বৃহস্পতিবার (২২/০২/২০২৪ তারিখ) বিকেল ৫ ঘটিকায় মিউজিক ভিডিওটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল #Gazi_Afruja_Bithi (ইউটিউব লিংকটি কমেন্ট বক্সে দেওয়া হয়েছে) এর মাধ্যমে প্রচার করা হবে। পাশাপশি ব্যক্তিগত ফেইসবুক পেইজে আপলোড করা হবে। সবাইকে পাশে পাবার প্রত্যাশা রইল।

 

 

Share.