দেশের বাজারে কমছে সোনার দাম

0

ঢাকা অফিস: দেশের বাজারে কমছে সোনার দাম। সব ধরনের (২২, ২১, ১৮ ক্যারেট) সোনার দাম ভরিতে এক হাজার ৫১৬ দশমিক ৩২ টাকা করে কমেছে। আজ বুধবার (৩ মার্চ, ২০২১ইং) থেকে নতুন দাম কার্যকর হবে। ফলে আজ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা কিনতে হলে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭১ হাজার ১৫১ টাকা। এছাড়া, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম পড়বে ৬৮ হাজার ১ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত ৬৯ হাজার ৫১৭ টাকায় বিক্রি হচ্ছিল। আর ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম পড়বে ৫৯ হাজার ২৫২ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হচ্ছিল ৬০ হাজার ৭৬৯ টাকায়। এছাড়া আজ থেকে সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে প্রতি ভরি ৪৮ হাজার ৯৩১ টাকায়। গতকাল মঙ্গলবার, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Share.