বুধবার, জানুয়ারী ২২

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

0

ঢাকা অফিস: তিন সপ্তাহের সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১২ টার দিকে তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন। গত ৩ অক্টোবর মধ্য রাতে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরে মির্জা ফখরুল চিকিৎসা করান। এরপর অস্ট্রেলিয়া যান। সেখানে তিনি এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) একটি সেমিনারে যোগ দেন। মির্জা ফখরুল এই সংস্থার ভাইস চেয়ারম্যান। একটি দায়িত্বশীল সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় মির্জা ফখরুলের মেয়ে থাকেন। সেখানে তিনি অবস্থান করেন। এদিকে মির্জা ফখরুল আজই জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের একটি বৈঠকে অংশ নিতে পারেন বলে জানা গেছে। এই বৈঠকে কারাবন্দি খালেদা জিয়াকে দেখতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বিএনপির চেয়ারপারসনকে দেখতে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার যাওয়ার কথা রয়েছে।

Share.