দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ: ফখরুল

0

বাংলাদেশ থেকে ঠাকুরগাঁও প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। তারা অসহায় হয়ে পড়েছে। আর এর জন্য দায়ী সরকারের উদাসীনতা, ব্যর্থতা। রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ফখরুল। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিএনপির বড় ব্যবসায়ীরা জড়িত, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের এমন মন্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এই ধরনের কথা বলে আওয়ামী লীগ সমস্যাটিকে একটি হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ জনগণের প্রতি তামাশা করা হচ্ছে। মির্জা ফখরুল বলেন, এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ব্যবহার করছে অন্যায়ভাবে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবহার করে। আজ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার ফলে ভিন্ন মত যারা পোষণ করছেন, বিরোধীদল যারা করছেন, জনগনের পক্ষে যারা কথা বলার চেষ্টা করছেন তাদের কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। বিএনপির এই নেতা বলেন, আজকে যেন কেউ আওয়ামী লীগের উপর কথা না বলতে পারে, সংবাদকর্মীরা যেন তাদের দুর্নীতি নিয়ে কথা না বলতে পারে, সেজন্য তারা নতুন আইন বের করেছেন। সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমরা একটি হিসাব পেয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ৬০০-এর বেশি সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। ইতোমধ্যে প্রায় ২০০ সংবাদকর্মীকে গ্রেপ্তার করা হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, আমরা শুরু থেকেই বলেছি এই আইনের মাধ্যমে বাক-স্বাধীনতাকে লঙ্ঘন করা, মানবাধিকারকে লঙ্ঘন করা, আমাদের সাংবিধানিক যে অধিকার আছে সেটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানাচ্ছি।

 

Share.