ঢাকা অফিস: নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে একমণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ রবিবার বাংলাদেশ সময় সকালে পদ্মা নদীর পাথরঘাটা এলাকায় লালন নামের এক জেলের জালে একমণ ওজনের এই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি আটকা পড়ে। জেলে লালন মাছটি বিক্রি করার জন্য লালপুর বাজারে নিয়ে আসলে মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে লালপুর বাজারের ভাই-ভাই মাছের আড়তে সাইদুর রহমানের কাছে মাছটি ৩৭ হাজার টাকায় বিক্রয় করেন লালন। এরপর সাইদুর তাৎক্ষনিক মাছটি মৌখড়া এলাকার সোনারু মোজাম্মেল হকের নিকট ৪০ হাজার টাকায় বিক্রয় করেন। এ বিষয়ে জেলে লালন বলেন, বাংলাদেশ সময় সকালে পদ্মানদীর পাথরঘাটায় নদীতে মাছ ধরতে গেলে তার জালে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। তিনি মাছটি ৩৭ হাজার টাকায় বিক্রি করেন। কিছুদিন আগেও ওই নদীতে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছিলো বলে তিনি জানান।
ধরা পড়ল একমণ ওজনের বাঘাইড় মাছ
0
Share.