লাল আংটি দেখে সোলাইমানির লাশ শনাক্ত করা হয়

0

ডেস্ক রিপোর্ট: আঙুলে জ্বলজ্বল করছে লাল রংয়ের বড় একটি আংটি। ওই আংটি দেখেই ইরানের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানির ছিন্নভিন্ন লাশটি শনাক্ত করা হয়। শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সোলাইমানির। ওই সময় সোলাইমানির সঙ্গেই ছিলেন ইরানপন্থী ইরাকি আধা সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও। তিনিও মারা যান। আমেরিকার এক শীর্ষস্তরের রাজনীতিক জানান, দুটি লাশই সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। তাই আঙুলের লাল আংটি দেখে সোলাইমানির লাশটি শনাক্ত করা হয়। হামলার খবর পেয়েই বাগদাদ বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন ইরাকি সাংবাদিকরা। তারপরই ঘটনাস্থলের একাধিক ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায়। সেখানে একাধিক ভিডিওতে ওই আংটির ছবি জুম করে দেখানো হয়। ইরাকের এক শীর্ষ সেনাকর্তা জানান, লেবানন অথবা সিরিয়া থেকে এসে বাগদাদ বিমানবন্দরে অবতরণ করেছিলেন সোলাইমানি। ড্রোন হামলায় রেভলিউশনারি গার্ডের পাঁচ সেনা এবং সোলাইমানির জামাইসহ মোট ১০ জনের মৃত্যু হয়। জানা গেছে, রোববার সোলাইমানির লাশ ইরানে নিয়ে আসা হবে। সেখানে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আরেকবার তার নামাজে জানাযা পড়বেন। তারপর সোলেমানির জন্মভূমি কারমান টাউনে তাকে দাফন করা হবে।

Share.