ধর্মের অবমাননাকর কিছু করলে প্রকাশ্যে জুতোপেটা করা হবে: রাম কদম

0

বিনোদন ডেস্ক: সাইফের নতুন ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ার পরেই ভারতীয় রাজনৈতিক দল বিজেপির ওই নেতা ক্ষেপে যান তার উপর। রাম কদম দাবি করেন সিরিজে ধর্ম অবমাননা করা হয়েছে। এজন্য সাইফকে তিনি ক্ষমা চাইতে বলেন। মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম বলেছেন, ভবিষ্যতে ধর্মের অবমাননাকর কিছু করলে প্রকাশ্যে জুতোপেটা করা হবে। বিতর্কিত ওই অংশ বাদ না দেওয়া পর্যন্ত বিজিপি এই সিরিজ বয়কট করবে বলেও ঘোষণা করেন কদম।‘বয়কট তাণ্ডব’ থেকে এখন ‘বয়কট বলিউড’-এ পরিণত হয়েছে টুইটার ট্রেন্ড। উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দুধর্মে আঘাত করার অভিযোগ উঠেছে বলিউডের বিরুদ্ধে। আর সেই রণধ্বনির আতঙ্কে বাধ্য হয়ে সইফ আলি খানের বাড়ির সামনে বসানো হল পুলিশ পিকেটিং।

Share.