ধারাবাহিক ‘সরল পাত্র চাই’

0

বিনোদন ডেস্ক: কমেডি গল্প নিয়ে মীর্জা রাকিবের রচনায় সোহেল তালুকদার নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘সরল পাত্র চাই’। নাটকের মূল চরিত্রে অভিনয় করছেন শামীম জামান। এ বিষয়ে নির্মাতা সোহেল তালুকদার বলেন, ‘আমার নাটকগুলোতে সব সময় নতুনত্ব রাখার চেষ্টা থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। খুব দ্রুতই ধারাবাহিকটি একটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ শামীম জামান বলেন, ‘এটি কমেডি গল্পের ধারাবাহিক নাটক, হাস্যরসে ভরপুর। কমেডি হলেও গল্পের শেষে বার্তা আছে। অনেকে মনে করেন, কমেডি মানেই ভাঁড়ামি, তা কিন্তু নয়। কমেডি গল্পও সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তেমনই গল্পের ধারাবাহিক এটি। আশা করছি, সবাই বিনোদিত হবে।’ নাটকের গল্পে দেখা যাবে, রাস্তার দেয়ালে ‘সরল পাত্র চাই’ বিজ্ঞাপন দেখে ঘটক সালাম ফোন করে। ফোন ধরে ঘষেটি বেগম। সে ‘ভেড়া পাত্র’ (সরল পাত্র) নিয়ে যেতে বলে। ঘটক সালাম একটা সুন্দর দেখে ভেড়া নিয়ে যায়। ঘষেটি বেগম বলে, সে চার পায়ের ভেড়া চায় না। দুই পায়ের ভেড়া চায় (সরল পাত্র)। ঘটক চ্যালেঞ্জ জানায়, দুই পায়ের কোনো ভেড়া হয় না। ভেড়া সব সময় চার পায়ের হয়। ঘষেটি বেগম বলে, তার ঘরেই একটা দুই পায়ের ভেড়া আছে। সে হচ্ছে তার স্বামী জাফর। সে স্ত্রীর কথায় ওঠে-বসে। এ জাতীয় তিনটা দুই পায়ের ভেড়া পাত্র সে চায়। তার এক মেয়ে শিলা, ভাগ্নি নীলা ও বোন ইলার জন্য, যারা স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। শামীম জামান ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা, তারেক স্বপন, সামিনা বাশার, চিত্রনায়িকা অরিন, সোহান খান, শফিক খান দিলু, নীলা ইসলাম, শামীম আহমেদ, ফারজানা মিল্টন, শামীমা, কাঞ্চনসহ অনেকে।

Share.