নবাবগঞ্জে আরো একজন করোনা শনাক্ত

0
ঢাকা অফিস: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুইজনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের বাসিন্দা। সম্প্রতি সে তাবলীগ জামাত থেকে এসেছে। তাঁর শরীরে করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এর পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির শরীরে করোনা নিশ্চিত করে আইইডিসিআর। গতকাল দিবাগত রাত দুইটার দিকে  আইইডিসিআর-এর তত্ত্বাবধানে আক্রান্ত নয়নশ্রীর ওই ব্যক্তিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে ভর্তি করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য যে, গত ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় ব্রাহ্রা ইউনিয়নে সৌদিআরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক প্রবাসীর শরীরে করোনা শনাক্ত করা হয়।
Share.