নবীগঞ্জে বড় ভাইয়ের উপর সৎ ভাইয়ের বউয়ের মামলা,বিপাকে পরিবার

0
বাংলাদেশ থেকে নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বড় ভাইয়ের উপর সৎ ভাইয়ের বউয়ের শ্লীলতাহানির মামলার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আমির উদ্দিনের বড় ছেলে সোহেল রানা ও ছোট ছেলে দরাজ মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছে। পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বের সুযোগ কাজে লাগিয়ে ইনাতগঞ্জ ইউনিয়নের জামায়েত নেতা মাওলানা  হাবিবুর রহমান পরিকল্পিতভাবে সৎ ভাইয়ের বউকে দিয়ে মিথ্যে মামলা দায়ের করেন সোহেল রানার উপর।সোহেল রানার সুনামক্ষুন্ন করতেই সৎ ভাইয়ের বউকে দিয়ে এ মামলা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকার লোকজন। এতে করে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন এই ব্যবসায়ী সোহেল রানা। এছাড়াও জামাত নেতার অত্যাচারে অতিষ্ঠ রয়েছেন তিনি। এমন অভিযোগ করেছেন সোহেল রানার পরিবার। সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান সোহেল রানা। জামাত নেতার হয়রানি বন্ধে সহযোগিতা চেয়েছেন এলাকাবাসীর কাছে। সোহেল রানার বিরুদ্ধে সৎ ভাইয়ের বউয়ের দায়ের করা মামলার তিন সাক্ষী হচ্ছেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইলাক উদ্দিন,ওরফে বদরুল আলম বানিউন জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  ও সাবেক মেম্বার তোফাজ্জুল হোসেন এফিডেভিট এর মাধ্যমে বলেন, মোছাঃ রাজিয়া বেগমের দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা। মামলা আরজি মোতাবেক গত (০৩-০৮-২০২০ইং) তারিখে এমন কোনো ঘটনা আমার সমানে ঘটেনি। এ ব্যাপারে সোহেল রানা বলেন, আমি নিরহ একজন ব্যবসায়ী। হয়তো সমসাময়িক বিরোধ চলছে আমার পরিবারে। একদিন তা থাকবে না। তবে আমাকে হয়রানি করতে ইনাতগঞ্জ ইউনিয়ন জামাতয়েত নেতা মাওলানা হাবিবুর রহমান  সৎ ভাইয়ের বউকে প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলা করিয়াছে। এতে করে আমি ও আমার পরিবার হয়রানির শিকার হচ্ছি। আমি আশা করছি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শামসুল ইসলাম তিনি সত্য উৎঘাটনে নিরপেক্ষ রিপোর্ট যথাসময়ে জমা দেবেন। এ ব্যাপারে এস আই শামসুল ইসলাম জানান, তদন্ত অব্যাহত রয়েছে।খুব শীগ্রই মূল সত্যটা বেরিয়ে আসবে।
Share.