নবীগঞ্জে রিক্সা চালকের বিরল সততায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন

0
বাংলাদেশ থেকে নবীগঞ্জ  উপজেলা প্রতিনিধি:  বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, গরিব রিক্সা চালক নাজমুলের।  তবু সততার পথ থেক সরতে নারাজ এই তরুণ রিকশাচালক।প্রায় আড়াই লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন  হাতে পেয়েও ফিরিয়ে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে। টাকার মালিক, উপজেলার কাজীগঞ্জ বাজারের  বাসিন্দা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইনাতগঞ্জ বাজার থেকে জনৈক  পেসিঞ্জারকে  নিয়ে কাজির বাজারে নামিয়ে  দিয়ে আসার  পথে  তার রিক্সার সিটে পড়ে  থাকা একটা সপিং বেগ  দেখতে পায় নাজমুল। ব্যাগটি খুলে  টাকাও দামী মোবাইল ফোন দেখতে পেয়ে হতভম্ব হয়ে যান তিনি। তাৎক্ষনিক সে আরেকটা  ড়্রাইবারের সহায়তা নিয়ে ইনাতগঞ্জ বাজারে কেয়া ষ্টোরের মালিক গোলাম জিলানী সাইফুল আলম এর কাছে নিয়ে আসলে মোবাইল ফোনের সুত্রে ব্যাগের মালিককে ফোন দেন তিনি।টাকার মালিক ফোন পেয়ে দ্রুত আরো দুজন ব্যত্তি কে সাথে নিয়ে ইনাতগঞ্জ বাজারে আসেন। পরে মোবাইল  ও দুই লাখ সাত চল্লিশ হাজার টাকা ব্যাগ মালিককে ফেরত দেয়া হয়। এসময় ব্যাগমালিক অনেকের উপস্তিতিতে নিজ টাকা বুঝিয়া পাইয়া,আল্লাহর  শুকরিয়া জানিয়ে, লোভ লালসা হীন, মানবতার সাক্ষী , দুই চালকে ২৫০০/ টাকা প্রায় জুড় করেই তাদের  পকেটে ডুকিয়ে দেন ও রিক্সা চালক নামুলকে উক্ত টাকার মালিক খুশি হয়ে  নতুন একটা মোবাইল ফোন উপহার দেন। এবং উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান তিনি। এমন উজ্জল দৃষ্টান্ত  স্থাপন করলো ৩নং ইনাতগঞ্জ  ইউনিয়নের মধ্যসমত গ্রামের ঠেলা চালক রিফন মিয়ার ছেলে, রিক্সা চালক নাজমুল  হোসেন।
Share.