নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় ফারহান

0

বিনোদন ডেস্ক: ভারতের আলোচিত ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। এতে বলিউড তারকারাও শামিল হয়েছেন। সম্প্রতি দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করে। এই সময় তাদের ওপর লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ওপর পুলিশের এই আচরণের প্রতিবাদ করেন অনেক বলিউড তারকা। এবার রাস্তায় নেমে নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদ জানালেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। গতকাল বৃহস্পতিবার এই আইনের প্রতিবাদ করতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ। তাদের সঙ্গে প্রতিবাদে সরব ছিলেন ফারহান আখতার। সঙ্গে তার প্রেমিকা শিবানি ডাণ্ডেকরও ছিলেন। এছাড়া হাজির হয়েছিলেন-হুমা কুরেশি, স্বারা ভাস্কর, রাহুল বোস, সিদ্ধার্থ, সুশান্ত সিং, রাহুল ডোলাকিয়া, অদিতি রাও হায়দারির মতো তারকা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করেন। কয়েকদিন আগেই নাগরিক সংশোধণী আইনের বিরুদ্ধে কথা বলে ‘সাবধান ইন্ডিয়া’ শো থেকে বাদ পড়েছেন সুশান্ত সিং। তিনি বলেন, এই ক্রান্তি ময়দানে আজ সব ক্রান্তিকারীরা (বিপ্লবীরা) জড়ো হয়েছেন দেখে ভালো লাগছে। দেশের তরুণ–তরুণীরা ক্ষুব্ধ হয়েছেন। আমরা বয়সে বড়। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। সবাই যদি একসঙ্গে একজোট হই তাহলে হিংসা কম হবে, দেশে প্রেম বাড়বে। যারা আমার প্রতিবাদের পাল্টা জবাবে আমায় জিজ্ঞেস করেছেন আমি বিল পড়েছি কিনা, তাদের জানাই, হ্যাঁ পড়েছি। তারপরেই প্রতিবাদ জানাচ্ছি। অভিনেতা রাহুল বোস বলেন, ভারতের নাগরিক হয়ে সবাই মিলে হাতে হাত ধরে চলা উচিত। হলিউড–বলিউড পরে। আমি একজন সাধারণ মানুষ। আর তাই জন্যই আজ পথে নেমেছি। এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইটারে বৃহস্পতিবারের এই বিক্ষোভে সাধারণ মানুষকে হাজির হওয়ার আহ্বান জানিয়েছিলেন ফারহান।

Share.