নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে: বার্লিনের হাসপাতাল

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন বার্লিন হাসপাতালের চিকিৎসকরা। সম্প্রতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পর কোমায় চলে গিয়েছেন তিনি। চিকিৎসার জন্য তাকে বিশেষ বিমানে জার্মানিতে নেয়া হয়েছে। খবর বিবিসির।এক বিবৃতিতে বার্লিনের শ্যারিটি হাসপাতাল জানিয়েছে, ‘রোগীকে বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের পর ধারণা পাওয়া গেছে কোলনেস্টেরেইস ইনহিবিটরস গ্রুপের একটি উপাদানের মাধ্যমে তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘তার অবস্থা গুরুতর হলেও প্রাণ সংশয়ের কোনো আশঙ্কা নেই। প্রকৃত উপাদানটি এখনও শনাক্ত হয়নি। ব্যাপকভিত্তিক পরীক্ষা শুরু হয়েছে। স্বনির্ভর বিভিন্ন গবেষণাগারে করা বেশ কয়েকটি পরীক্ষায় বিষের প্রভাবের প্রমাণ পাওয়া গেছে’। পরীক্ষাগুলোর ফলাফল এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি বলেও বিবৃতিতে বলা হয়েছে।তবে রাশিয়ায় নাভালনিকে চিকিৎসা করা চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে বিষের কোনো উপাদানের উপস্থিতি ছিল না।রাশিয়ার বিরোধী দলীয় নেতা এবং প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভলনি গত বৃহস্পতিবার একটি সমাবেশে বক্তৃতা দেয়ার পর সাইবেরিয়ার তমস্ক থেকে ফ্লাইটে মস্কো যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নাভলনিকে যন্ত্রণায় কাঁতরাতে দেখা যায়।নাভলনির মুখপাত্র এর আগে দাবি করেছিলেন যে, নাভালনি ওইদিন শুধু চা ছাড়া আর কিছু পান করেননি। মনে করা হচ্ছে যে ওই চায়ে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল।নাভালনি অসুস্থ হয়ে পড়লে সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। সেখানের একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে গুরুতর অবস্থায় তাকে জার্মানির বার্লিনে নিয়ে যাওয়া হয়।

Share.