নারায়ণগঞ্জে কৃষকলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

0

বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা দৌলত হোসেন (৬১) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, বর্তমান ইউপি সদস্য রুবেল আহম্মেদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকান্ড ঘটিয়েছে। রবিবার রাত ১০টার দিকে গোগনগর ইউনিয়ন পরিষদের সৈয়দপুর এলাকায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় দৌলত হোসেন মারা যান বলে সদর মডেল থানার ওসি মোঃ আনিচুর রহমান মোল্লা জানান। সোমবার বিকেল সাড়ে ৩টায় পর্যন্ত এই ঘটনায় এখনও মামলা হয়নি। নিহত দৌলত হোসেন জেলা কৃষক লীগের কার্যকরী কমিটির সহ-সভাপতি এবং গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন। তার বাড়ি গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের চর সৈয়দপুর এলাকায়। নিহত দৌলত হোসেনের ছোট ছেলে ফয়সাল আহমেদ বলেন, ডায়বেটিকের রোগী তার বাবা দৌলত হোসেন। নিয়মিত চেক-আপের জন্য নারায়ণগঞ্জ শহরের বেসরকারি একটি হাসপাতালের দিকে সিএনজিচালিত অটোরিক্সায় করে যাচ্ছিলেন। পথে তার উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। নিহতের ছেলে আরো জানান, ভাঙ্গারীর দোকান নিয়ে স্থানীয় দু’টি পক্ষের মধ্যে ঝামেলা ছিল। তার বাবা দৌলত হোসেন সেই ঝামেলা মেটাতে চেয়েছিলেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে রুবেল মেম্বারের নেতৃত্বে ইমরান, বিল্লালসহ বিচ্ছু বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে। রুবেল মেম্বারের সাথে স্থানীয় চেয়ারম্যান ফজর আলীর বেশ ঘনিষ্ঠতা রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত গোগনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল আহম্মেদের মুঠোফোনের নম্বরে সাংবাদিকরা একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তার সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান মোল্লা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রানা ও রুবেল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায়ও করেছে তারা। রানা গ্রুপের পক্ষে ছিলেন দৌলত হোসেন। এই ঘটনার জেরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share.