ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত সংকটে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ১১ লাখ। এমন পরিস্থিতিতে দেশটিতে চিকিৎসা সামগ্রী সংকট দেখা দিয়েছে। এ সংকটে সহায়তা করতে মাত্র ৩৭ দিনে হাইপ্রেশার ভেন্টিলেটর প্রোটোটাইপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নিউইয়র্কের আইকাহান স্কুল অব মেডিসিনে চলতি সপ্তাহের শুরুতে এটি প্রাথমিক পরীক্ষা পাস করেছে। নাসার সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়, এ ভেন্টিলেটরকে ভাইটাল বা স্থানীয়ভাবে অ্যাক্সেসযোগ্য ভেন্টিলেটর প্রযুক্তি বলা হয়। সিএনএন এর খবরে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে ভেন্টিলেটরটির দ্রুত ট্র্যাক অনুমোদনের আশা করছে নাসা। যাতে করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য এটিকে ব্যবহার করা যায়।
নাসার ভেন্টিলেটর যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালে
0
Share.