নিউইয়র্কে অভিবাসী স্রোত ঠেকাতে জরুরি অবস্থা জারি

0

ডেস্ক রিপোর্ট: টেক্সাস ও অন্যান্য রাজ্য থেকে আসা অভিবাসীদের ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। এদিকে, বিপুল সংখ্যক অভিবাসী অধ্যুষিত ছোট্ট এই রাজ্যটি হিমসিম খাচ্ছে অভিবাসীদের সামাল দিতে। তার উপরে পরিকল্পিতভাবে অভিবাসীদের নিউইয়র্কে ঠেলে দেওয়ায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রতিদিন ২০০ থেকে ৫০০ পর্যন্ত অভিবাসী আসছে নিউইয়র্কে। সরকারি হিসেব অনুযায়ী, গত এপ্রিল থেকে এ পর্যন্ত নিউ ইয়র্কে এসেছেন প্রায় ১৭ হাজার অভিবাসী। কিন্তু প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। টেক্সাস, অ্যারিজোনা ছাড়াও কয়েকটি রিপাবলিকান রাজ্য থেকে কয়েক মাস ধরে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং ম্যাসাচুসেটসসহ কয়েকটি ডেমোক্রেট রাজ্যে পরিকল্পনা করেই বাস ভাড়া করে অভিবাসী পাঠানো হচ্ছে। নিউইয়র্ক মেয়র বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি বাসে করে অভিবাসীরা আসছেন। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতি পাঁচ জনে এক জন আশ্রয়প্রার্থী। অনেকেই সপরিবারে আসছেন, যাদের স্কুলপড়ুয়া সন্তান রয়েছে। আশ্রয় নেওয়া শিশুদেরসহ অন্যান্যদের জরুরিভাবে চিকিৎসা দরকার। মেয়র জানান, অভিবাসীদের জন্যে নিউ ইয়র্ক সিটি চলতি অর্থবছরে এক বিলিয়ন ডলার খরচ করেছে। খরচের এই বাড়তি চাপ নিতে না পেরে ফেডারেল সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে তিল ধারনের জায়গা নেই। গৃহহীন মানুষ ও অভিবাসী মিলিয়ে কেন্দ্রগুলোতে ৬১ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ২০ হাজারের মতো শিশু রয়েছে। তাদের মধ্যে সাড়ে পাঁচ হাজার শিশুকে সরকারি স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক উল্লেখ করে মেয়র অ্যাডামস বলেন, নিউ ইয়র্কের মানুষ এই পরিস্থিতি ভালোভাবে নিচ্ছে না। আমরা আর পারছি না। বিপুল সংখ্যক অভিবাসীদের আশ্রয় দেয়ার পরও প্রতিদিন আশ্রয়প্রার্থীরা স্রোতের মতো নিউইয়র্কে আসার কারণে বাধ্য হয়েই জরুরি অবস্থার ঘোষণা করেছেন মেয়র। তবে এরপরও অভিবাসীরা আসতে থাকলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি তিনি। অক্টোবর মাসের প্রথম সপ্তহ পর্যন্ত টেক্সাসের মেয়র ৬০টি বাসে করে ৩১শ’ অভিবাসীকে নিউইয়র্কে পাঠিয়েছে। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেসের পর নিউইয়র্কে যেতে ইচ্ছুক অভিবাসীদেরকে বিনামূল্যে বাসে করে পাঠানো হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাসভবনেও বাসে করে অভিবাসীদের পাঠিয়েছে টেক্সাসের রিপাবলিকান মেয়র।

Share.