নিউজিল্যান্ডের বিপক্ষেও নেই আমির-মালিক

0

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ড সফরেও উপেক্ষিত তারকা পেসার মোহাম্মদ আমির ও শোয়েব মালিক। একই সঙ্গে এই সফরে জায়গা মেলেনি আসাদ শফিকেরও। কিউইদের বিপক্ষে সিরিজের জন্য তরুণদের ওপরই আস্থা রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল বুধবার নিউজিল্যান্ড জাতীয় দল ও ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। দলের টেস্ট অধিনায়ক হলেন নতুন দায়িত্ব পাওয়া বাবর আজম। এই ফরম্যাটে বাবরের সহ-অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান। আর সীমিত ওভারের ফরম্যাটে বাবরের সহ-অধিনায়ক শাদাব খান। এই দলে মালিক-আমিররা সুযোগ না পেলেও আছে একাধিক নতুন মুখ। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক না হওয়া চারজন আছেন দলে। আগামী ২৪ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে শুরু হবে দুদলের লড়াই। তবে ‘এ’ দলের সূচি এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৮ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের লড়াই। পরের দুটি টি-টোয়েন্টি হবে ২০ ও ২২ ডিসেম্বর। এরপর আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে ২০২১ সালের ৩ জানুয়ারি।পাকিস্তান দল : আবিদ আলি, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জিশান মালিক, বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলি, হারিস সোহেল, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, আমাদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।

Share.