বুধবার, জানুয়ারী ২২

নিখোঁজের ৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের ৪ দিন পর তোফাজ্জল হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রামে ওই শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তাহিরপুর থানার এএসআই মুছা মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী কালন মিয়া (৬০) ও তার ছেলে সেজা মিয়াকে (২২) আটক করে থানায় নিয়ে যায়। নিহত তোফাজ্জল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্ত গ্রাম বাঁশতলার জুবায়েল হোসেনের ছেলে ও বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। স্বজনরা জানান, শিশু তোফাজ্জল হোসেন গত বুধবার বাংলাদেশ সময় বিকালে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর অপহরণ সন্দেহে পরদিন বৃহস্পতিবার পরিবারের পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ করা হয়। চারদিন পর শনিবার বাংলাদেশ সময় ভোররাতে গ্রামের বাড়ি বাঁশতলার এক প্রতিবেশীর বাড়ির পিছনে গ্রামবাসী বস্তাবন্দি অবস্থায় শিশু তোফাজ্জলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, মামলা ও পূর্ব বিরোধের জের ধরে শিশু তোফাজ্জলকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ সিমেন্টের বস্তার ভেতর রেখে দেওয়া হয়।

Share.