নিখোঁজ ১২১ রেখে মিয়ামির উদ্ধার কার্যক্রম বন্ধ

0

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গত ২৪ জুন ধসে পড়া ভবনে অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জুলাই) গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আশঙ্কায় এ কার্যক্রম স্থগিত করা হয়।রোববার (৪ জুলাই) ১২ তলা ওই ভবনের অবশিষ্টাংশ মাটিতে গুঁড়িয়ে দেওয়ার কথা রয়েছে।মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, প্রকৌশলীদের পরামর্শেই ভবনের বাকি অংশ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার কাজ চলছে।লেভিন কাভা বলেন, আমরা কাজটি দ্রুত করার চেষ্টা করছি। আশা করছি, ঝড়ের আগেই আমরা ভবনটির কাজ শেষ করতে পারব।১০ দিনের উদ্ধার তৎপরতায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনো ১২১ জন। ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই।

Share.