নিজের অভিশংসন নিয়ে শুনানি সম্প্রচার দেখছেন না ট্রাম্প: হোয়াইট হাউস

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন নিয়ে প্রকাশ্য শুনানি শুরু হলেও সেটা ট্রাম্প দেখছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে তারা জানায়, ট্রাম্প তার কাজে ব্যস্ত রয়েছেন। শুনানির কোনও সম্প্রচার তিনি দেখছেন না। আগামী বছরের নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে চাপ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে কংগ্রেস কমিটি। গত ৩১ অক্টোবর কংগ্রেসে ভোটাভুটিতে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পাওয়ার পর সোমবার সংশ্লিষ্টদের স্বাক্ষ্যের প্রথম পাণ্ডুলিপি প্রকাশ করেছে এ সংক্রান্ত কমিটি। সে অনুযায়ী বুধবার সকাল ১০টার দিকে মার্কিন কংগ্রেসের কার্যালয় ক্যাপিটাল হিলে শুরু হয় শুনানি। ডেমোক্রাটদের সভাপতি অ্যাডাম শিফ এবং রিপাবলিকান সভাপতি ডেভিন নুন্সের নেতৃত্বে এই শুনানি পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম জানান,  ট্রাম্প এখন তার ওভাল দফতরে বৈঠক করছেন। তিনি শুনানি দেখছেন না। তিনি কাজে ব্যস্ত।  কোনো মার্কিন প্রেসিডেন্ট তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সম্পর্কে ক্ষতিকর খবর সংগ্রহ করতে সরাসরি বিদেশি রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে পারেন কিনা এবং মার্কিন সামরিক সাহায্যকে হাতিয়ার করতে পারেন কিনা, অভিশংসন তদন্তে সেই বিষয়টি উঠে আসবে৷ বুধবার থেকে মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তাকে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়ে সংসদীয় কমিটির সামনে সত্য উন্মোচন করতে হবে৷ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে ট্রাম্প তাঁর পদের মর্যাদা কতটা রক্ষা করেছেন, আইনের সীমা পেরিয়ে ব্যক্তিগত প্রতিহিংসার স্পৃহাকেই প্রাধান্য দিয়েছিলেন কিনা, সেই সত্য উঠে আসবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

Share.