বুধবার, জানুয়ারী ২২

নিজের বাড়ির দরজায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

0

ঢাকা অফিস: বৃহস্পতিবার (১০ অক্টোবর)  দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফেনী সদরের ফাজিলপুর বাজারের পাশে রবিউল হক মানিক (৪০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির দরজায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান মানিক। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। পুলিশের বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর হায়দার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মানিকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। মানিক পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন বলেও জানান তিনি। ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছার আপন বলেন,‘নিহত মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে।’

Share.