নিজ বাসাতেই খালেদা জিয়াকে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড

0

ঢাকা অফিস: গুলশানের বাসা ফিরোজায় রেখেই নিবিড় পর্যবেক্ষনে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গুলশানের বাসার সামনে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এই মুহুর্তে ম্যাডামের অবস্থা স্থিতিশীল। মেডিকেল বোর্ড আপাতত উনাকে বাসায় রেখে সার্বক্ষনিক নিবিড় পর্যবেক্ষনে রেখে চিকিৎসা দিচ্ছেন। 2023-12-30 19:57:20 দুপুরের দিকে ম্যাডাম অসুস্থ বোধ করছিলেন। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। অধ্যাপক জাহিদ বলেন, বুধবার দুপুরের পর থেকে উনি অসুস্থতা বোধ করছিলেন। সেই কারণে ইফতারের পরে ম্যাডামের মেডিকেল বোর্ড অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এএফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুউদ্দিন আহমেদ, অধ্যাপক একিউএম মহসিন, অধ্যাপক শাসমুল আরেফিন, অধ্যাপক জাফর ইকবালসহ অন্যান্য চিকিসকরা এবং ওভার টেলিফোনে লন্ডন থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা, জোবায়েদা রহমান বেশ কয়েকবার তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। সার্বিক দিক বিবেচনায় উনারা মনে করেছেন যে, খালেদা জিয়াকে সার্বক্ষনিক পর্যবেক্ষনে রাখা প্রয়োজন । সেজন্য আপাতত নিজ বাসাতেই বিএনপি চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সার্বক্ষনিক পর্যবেক্ষনে থাকবেন। তবে যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে যেকোনো সময়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। এর আগে বিকালে খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে জানিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে দ্রুত চিঠি পাঠায় তার চিকিৎসার দায়িত্বে নিয়োজিত মেডিক্যাল টিম। হাসপাতালে নেয়ার সকল প্রস্তুতি নেয়া হলেও অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানের বাসায় কয়েক ঘন্টা অবস্থান করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে হাসপাতালে নেয়ার পরিকল্পনা বদলান। এদিকে, বিএনপি চেয়ারপারসনের অবস্থা খারাপ জেনে দ্রুত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজায় ছুটে আসেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। সর্বশেষ গত ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ভর্তি হয়ে একদিন পর বাসায় ফেরেন।

Share.