নিরাপত্তা পরিষদে গেলে ইরানের পদক্ষেপ আরো কঠোর হবে: ওয়ায়েজি

0

ঢাকা অফিস: ইরান পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে,দেশটির পরমাণু কর্মসূচীর বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তেহরান আরো কঠোর পদক্ষেপ নেবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়ায়েজি মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা না করা পর্যন্ত ইরান আর এ সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না।কোনো চুক্তি একতরফাভাবে একটি পক্ষ বাঁচিয়ে রাখতে পারে না বলে তিনি মন্তব্য করেন। ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করার পর দেশটির পরমাণু সমঝোতাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বের করে আনা হয় এবং ওই পরিষদের মাধ্যমে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ইউরোপীয় দেশগুলো এখন তাদের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়ন করতে না পারার বিষয়টি চেপে গিয়ে সব দোষ ইরানের ওপর চাপিয়ে দিয়ে এদেশের পরমাণু কর্মসূচির বিষয়টি আবার নিরাপত্তা পরিষদে ফিরিয়ে নেয়ার হুমকি দিচ্ছে। সেই হুমকির জবাবে দৃশ্যত প্রেসিডেন্ট রুহানির দপ্তর প্রধান ওয়ায়েজি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান।

Share.