নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সু চিকে ৩ বছরের কারাদণ্ড

0

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দেশটির আদালত। শুক্রবার (২ সেপ্টেম্বর) এ আদেশ দেন আদালতের বিচারক। এরই মধ্যে বিভিন্ন মামলায় সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করা হয়।

Share.