নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বলিভিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট

0

ডেস্ক রিপোর্ট: বলিভিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট জেনিন আনেজ আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে এই ঘোষণা দিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগে ব্যাপক বিক্ষোভের মুখে নভেম্বরে পদত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। পদত্যাগের পর মোরালেস দেশ ছাড়লে সংবিধানিক ধারায় অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক সিনেটর জেনিন আনেজ। ৫২ বছর বয়সী আনেজ এক সময় টিভি উপস্থাপক ও আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে মোরালেস সরকারের সবচেয়ে বলিষ্ঠ সমালোচকে পরিণত হন। চলতি মাসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিন আনেজ বলেন, মোরালেস বিরোধীদের ঐক্যবদ্ধ করাতেই গুরুত্ব দিতে চান তিনি। নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে দলের প্রচারণার নেতৃত্ব দেবেন। গত ১০ নভেম্বর পদত্যাগের পর বর্তমানে আজেন্টিনায় বসবাস করছেন মোরালেস। তার দাবি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে।

Share.