বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিসহ তার বাবা ও মামার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। গতকাল বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা জজ কোর্টে এ মামলা দায়ের করেন তিনি। যে সিনেমা নিয়ে এত সমালোচনা সেই সিনেমায় কাজ বাবদ দীঘির পারিশ্রমিক এখনও পুরোপুরি পরিশোধ করেননি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।একাধিক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন দীঘির বাবা সুব্রত চক্রবর্তী। তার ভাষায়, ‘কাল ছবিটি মুক্তি পাবে অথচ এখনও পুরো পারিশ্রমিক পরিশোধ করেননি। ঝন্টু ভাইয়ের মতো একজন অভিজ্ঞ লোক যে আচরণ করছেন তা কাম্য নয়।’তিনি আরো বলেন, ‘তিনি (ঝন্টু) সিনিয়র নির্মাতা। তার কথায় সব করেছি। ডাবিং শেষ করেও পারিশ্রমিক এখনও পরিশোধ হয়নি। আজকে না কালকে, এ রকম অনেক হয়েছে। তবুও মেনে নিয়েছি। শুধু আমার মেয়ে না, আমি নিজেও ক্যারিয়ারে প্রথমবার ঝন্টু ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম।’এদিকে দীঘির পুরো পারিশ্রমিক পরিশোধ না করার বিষয়টি স্বীকার করে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি বলেন, ‘দীঘির পারিশ্রমিক ১ লাখ টাকা বাকি আছে। কিন্তু তার সঙ্গে চুক্তি হয়েছিল কাজ শেষ হবে, তারপর পাওনা টাকা সে নিয়ে যাবে। একদিনের শুটিং বাকি ছিল, একটা গানের কিছু অংশ শুট করার কথা ছিল। কিন্তু দীঘি কথামতো সেই সময় দেয়নি।’এদিকে মামলার বিষয়ে দীঘির বাবা বলেন, ‘আমি মনে করি সিনেমাটি নিয়ে প্রচারের কৌশল হিসেবেই এগুলো করছেন দেলোয়ার জাহান ঝন্টু এবং ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার প্রযোজক সিমি ইসলাম কলি। তার মতো (ঝন্টু) একজন লোক কেন এ ধরনের কথা বলবেন সেটাই আমি বুঝি না! মামলা করার মতো এখানে কি ঘটল? একটা মেয়ে যদি বলে, তার কাজটি ভালো হয়নি। আমি তো মনে করি, সে এ কথা বলে সাহস দেখিয়েছে। এখনো মামলার কিছুই হাতে পাইনি। কাগজপত্র হাতে পেলেই আমরা সিদ্ধান্ত নেব। এরই মধ্যে নির্মাতা ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি।’‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেইলার প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার অভিযোগ তুলে মন্তব্য করেন নেটিজেনরা। এতে বিব্রত হয়ে দীঘি এক সাক্ষাৎকারে বলেন, ‘ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না।’ তার এমন মন্তব্যের জেরে বেজায় চটে যান ছবির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।এদিকে দীঘি পরিচালক ও প্রযোজকদের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে নির্মাতা বলেন, সিনেমার নায়িকাই যখন বলেছে সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে(দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি।প্রসঙ্গত, ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে জুটি দীঘির সঙ্গে জুটি বেঁধেছেন আসিফ ইমরোজ। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন, কলি প্রমুখ। শোনা যাচ্ছে, আগামীকাল (১২ মার্চ) সারাদেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পাবে ‘তুমি আছো তুমি নেই’।
নির্মাতার কাছে টাকা পান দীঘি!
0
Share.