নিষেধাজ্ঞা অমান্য করে আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

0

ডেস্ক রিপোর্ট: জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৫ মার্চ) জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। উত্তর কোরিয়ার কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি বা পরীক্ষা চালানোয় জাতিসংঘ সনদের নিষেধাজ্ঞা থাকলেও পিয়ংইয়ং তা অমান্য করে এর আগে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। জাপান এবং দক্ষিণ কোরিয়া উভয়ই এই পরীক্ষার নিন্দা করেছে। তবে জাপানের সমুদ্রসীমার মধ্যে ক্ষেপণাস্ত্রের কোনো ধ্বংসাবশেষ পড়েনি বলেও নিশ্চিত করেছে টোকিও। এর আগে বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও তা ব্যালিস্টিক নয় বরং ক্রুজ ক্ষেপণাস্ত্র উল্লেখ করা হয়।

Share.