নীরবে সহশিল্পীদের সাহায্য করতেন সাদেক বাচ্চু : আরিফিন শুভ

0

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু আজ সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। দীর্ঘ ক্যারিয়ারে ৫০০ সিনেমায় অভিনয় করা সাদেক বাচ্চু অভিনয়জীবনের সর্বোচ্চ অর্জন হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। সে সিনেমায় সাদেক বাচ্চুর সহশিল্পী ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এ ছাড়া ‘ভালো থেকো’ সিনেমায়ও শুভ কাজ করেছেন তাঁর সঙ্গে।সাদেক বাচ্চুর মৃত্যুর খবর শুনে আরিফিন শুভ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আরো একজন রত্ন হারালাম। উনি উনার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত যা দিয়ে গেছেন, তা রিপ্লেসেবল না। অন্য কারো বা কিছুর মাধ্যমে রিপ্লেস করা যাবে না। একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের।’ আরিফিন শুভ আরো বলেন, ‘উনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, আমার সঙ্গে গল্প করতে ভালোবাসতেন। আমার সঙ্গে অভিনয় নিয়ে খুব গভীরভাবে গল্প করতেন। আমি দেখেছি, উনি কীভাবে নীরবে সহশিল্পীদের সাহায্য করতেন। অনেকে বলেকয়ে করে, কিন্তু উনি নীরবে সহশিল্পীদের সাপোর্ট করতেন। আমার চোখে ভাসছে উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা। কারো সঙ্গে উনার কোনো ঝামেলা ছিল না। আমি তো দুদিন এসেছি এই ইন্ডাস্ট্রিতে। অন্য যে কারো কাছ থেকে শুনে দেখবেন, উনার সঙ্গে কারো মনোমালিন্য আছে—এ ব্যাপারেও আমার সন্দেহ আছে। এটা খুবই দুঃখজনক। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন।’ ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাদেক বাচ্চু। এরপর ১১ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একদিন পর অবস্থার অবনতি হলে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন সাদেক বাচ্চু। তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

Share.