নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

0

বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: জেলা সদরের নাগড়া এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামির নাম বীরবল চৌহান। তিনি জেলা সদরের নাগড়া এলাকার বাসিন্দা। বীরবর ঝালমুড়ি বেচতেন। আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট কমলেশ চৌধুরী জানান, স্ত্রী ঝুমা রানী দাস ও বীরবলের মধ্যে কলহ-বিবাদ চলছিল। এরই জেরে বীরবল ২০১৮ সালের ২৯ নবেম্বর দুপুরে পিঁয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ঝুমা। এ সময় স্থানীয়রা বীরবলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে ঝুমার মা হেনা রানী দাস বাদী হয়ে বীরবলের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে বীরবলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট ইফতেখার উদ্দিন তালুকদার মাসুদ ও অতিরিক্ত পিপি এ্যাডভোকেট কমলেশ চৌধুরী। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট দিলুয়ারা বেগম।

 

Share.