নেপালে পুনরায় সব ভিসা সার্ভিস চালু

0

ডেস্ক রিপোর্ট: নেপালের ইমিগ্রেশন বিভাগ আজ রোববার থেকে সব ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। এক মাস আগে এ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। নেপালের ইমিগ্রেশন বিভাগের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ খবর জানিয়েছেন।একজন কর্মীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে নেপাল ইমিগ্রেশন বিভাগ। এ বিভাগের তথ্য কর্মকর্তা রামচন্দ্র তিওয়ারি গতকাল শনিবার বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশিরাই মূলত উপকৃত হবেন। সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছেন।রামচন্দ্র তিওয়ারি জানান, বিমানবন্দরে বিদেশিদের জন্য অ্যারাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারী ১০ হাজারের বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছেন।বিভাগটি আরো বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশিদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদের আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ট্যুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।নেপালে গতকাল শনিবার পর্যন্ত ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে।

Share.