ডেস্ক রিপোর্ট: নেপালের পোখারার একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। রিসোর্টে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তাদের মৃত ঘোষণা করা হয়। ভারত থেকে সম্প্রতি নেপালে যাওয়া ১৫ সদস্যের পর্যটক দলে ছিলেন ওই আটজন। তাদের বাড়ি ভারতের কেরালায়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পোখারা থেকে ফিরছিলেন ওই পর্যটকরা। সোমবার রাতে তারা এভারেস্ট প্যানোরোমা রিসোর্টে অবস্থান করছিলেন। পুলিশ পরিদর্শক সুশিল সিং রাথোর জানিয়েছেন, তারা রুমে গ্যাস গিটার ব্যবহার করেছিল। দম আটকে ওই পর্যটকদের মৃত্যু হতে পারে।
নেপালে ৮ ভারতীয় পর্যটকের মৃত্যু
0
Share.