পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক বন দিবস পালন

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। “করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ, আমরা কলাপাড়াবাসীর আয়োজনে মহিপুর থানার কুয়াকাটার গঙ্গামতি এলাকায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু, ওয়াটারকিপার্স বাংলাদেশ কলাপাড়া প্রতিনিধি কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসি সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, ধোলাই মার্কেট ব্যবসায়ী মৎস্য সমিতির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমাদের বেঁচে থাকার জন্য এ বন রক্ষা করা দরকার। আমরা যদি সচেতন হই তাহলে এ বন ধ্বংস করতে পারবেনা। যেখানে বন ধ্বংস করা হবে আমরা তথ্য দিয়ে কর্তৃপক্ষকে অবহিত করবো।

Share.