পটুয়াখালীতে সরিষা চাষে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে সরিষা চাষ করে ব্যাপক সারা ফেলেছেন কৃষক হারুন আকন ও কৃষক ফোরকান আকন দুইভাই। পটুয়াখালী সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়নের বড়বিঘাই গ্রামের সৌদির হাট এলাকার বাসিন্দা মো. ছৈজদ্দিন আকনের দুই ছেলে মো. হারুন আকন ও মো. ফোরকান দুই ভাই মিলে সরিষা চাষের উদ্দ্যেগ নিলে এতে সাফল্যের মুখ অর্জন করেন। মাত্র ছয় একর জমিতে দুইভাই এবছরে নতুন কৃষিকাজ হিসেবে বেছে নিয়েছেন সরিষা চাষের এতে সাফল্যের মুখ দেখেছেন দুইভাই হারুন আকন ফোরকান আকন, সরিষা চাষে নজরও কেরেছেন এলাকার বিভিন্ন কৃষকের। বড়বিঘাই ইউনিয়নের বিভিন্ন কৃষকরা বলেন, আমরা এতো বছর এলাকায় মুগডাল, প্লেনডাল,মাসকলাই, সূর্য্যমুখী থেকে শুরুকরে অনেক ধরনের কৃষি কাজ করেছি। কিন্তু এবার দেখলাম নতুন কৃষি হিসেবে সরিষা চাষের ব্যাপক ফলন। সরিষার ফলন দেখে কৃষকের মুখেহাসি দেখতে পারায় আমরাও আনন্দিত তাই আমরা চিন্তা করেছি আগামীতে সরিষা চাষ করবো। কৃষক ফোরকান আকন বলেন, আমরা দুইভাই আমাদের এলাকায় এবছর সরিষা চাষ করি প্রথমতো আমরা সরিষা চাষের সিস্টেমটা বুঝি নাই। আগামীতে ইনশাআল্লাহ ভালোভাবে করবো আর আমাদেরকে কৃষি অফিস থেকে যদি সহযোগিতা বা পরামর্শ দিলে আমাদের কৃষকের জন্য আরোও সুবিধা হবে বলে আমরা মনে করি। বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. কাওছার আকন বলেন, বড়বিঘাই ইউনিয়নের আমার ওয়ার্ডের কৃষকের নতুন কিছু কৃষি কাজের উদ্দ্যেগ দেখে আমার অনেক ভালো লাগলো এবং আমরা যদি আমাদের চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা কৃষি অফিসারের কাছে থেকে কৃষকের জন্য কোন সহযোগিতা করতে পারি তাহলে কৃষকরা আরোও লাভোবান হবেন।

Share.