পণ্যের সরবরাহ ঠিক থাকলে কেউ কারসাজি করতে পারবে না: আহসানুল ইসলাম টিটু

0

ঢাকা অফিস: পণ্যের সরবরাহ ঠিক থাকলে কেউ কারসাজি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার (৭ মে) রাজধানীর বারিধারায় দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ যেন নিশ্চিত থাকে তার জন্য কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় জুলাই থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে বাণিজ্য মন্ত্রণালয় এলাকাভিত্তিক দোকান স্থাপনের উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, নবাগত চেয়ারম্যান মোস্তফা ইকবালসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

Share.