বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম

0

স্পোর্টস রিপোর্ট: পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। রবিবার রাতে রাজধানীতে পা রেখেছেন তিনি। মুশফিককে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রটোকল কর্মকর্তা ওয়াসিম খান। নিজের ফেসবুক প্রোফাইলে মুশফিকের সঙ্গে তোলা ছবিও প্রকাশ করেছেন তিনি। হজ পালনের জন্য আগেই সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার ছুটি শেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন মুশফিক।

Share.